কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়ী আনোয়ার
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হয়।
আনোয়ার হোসেন জগ প্রতীকে পেয়েছেন মোট ৩ হাজার ৩৩৩টি ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল বারেক মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।
বেসরকারি ফলাফল অনুযায়ী, কুয়াকাটা পৌর নির্বাচনের ৮০ শতাংশের বেশি ভোটার তাদের ভোট প্রদান করেছেন।
এরা আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুয়াকাটা পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন, সাধারণ কাউন্সিলার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন।