ফ্রি খাবার মিলবে দোকানের সামনে রাখা ঝুড়িতে
এখনবাংলা.কম: ক্ষুধার্ত মানুষের জন্য খাবার দোকানের সামনে খাবারের ঝুড়ি রাখা। অসহায়, দরিদ্র ক্ষুধার্ত যেকেউ ওই ঝুড়ি থেকে নিঃসংকোচে খাবার নিতে পারবেন। শুধু তাই নয়, সামর্থ্যবানরা তাদের সামর্থ অনুযায়ী ঝুড়িতে রেখে যেতে পারেন খাবার। “ফুটবে মুখের হাসি, মিটবে পেটের ক্ষুধা’’ এই শ্লোগানে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে নিয়েছে এ ব্যতিক্রমী অন্নদানের উদ্যোগ। উদ্যোক্তা সংগঠনটির কর্মকর্তারা বলছেন, প্রতিদিনই […]
Source