মেসির রেকর্ডের রাতে বার্সার ‘রিয়াল’ প্রস্তুতি
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় স্প্যানিশ লিগে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বার্সেলোনার মাঠে হবে বার্সা-রিয়াল দ্বৈরথ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে লিগে দুই দলের প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি। গত রোববার লা লিগায় রিয়াল-বার্সা দুই দলই হেরেছে ১-০ গোলে। রিয়াল নিজের মাঠে কাদিজের কাছে, বার্সা হেরেছে হেতাফের বিপক্ষে।
মৌসুমের শুরু থেকে দারুণ ঝলক দেখিয়ে চলা ১৭ বছরের তরুণ আনসু ফাতি কালও গোল পেয়েছেন, করিয়েছেন আরেকটি। বায়ার্ন মিউনিখে এক মৌসুম ধারে খেলার পর এই মৌসুমে বার্সায় ফিরে নিজেকে ফিরে পাওয়া ফিলিপ কুতিনিও-ও গোল পেয়েছেন। তরুণ মিডফিল্ডার পেদ্রি বার্সার জার্সিতে করেছেন নিজের প্রথম গোল। চোট কাটিয়ে ফেরা উইঙ্গার উসমান দেম্বেলেও করেছেন গোল। আর মেসি? দেম্বেলের গোলটি গড়ে দেওয়ার পাশাপাশি পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করে গড়েছেন রেকর্ড!
রেকর্ড গড়ার মুহূর্তটা এসেছে ম্যাচের ২৭ মিনিটে। পেনাল্টি থেকেই এসেছে, তবে পেনাল্টির আগে ঠিকই দেখা মিলল মেসি ঝলকের। মাঝমাঠের একটু ওপরে ডানদিকে বল পেয়ে সেই চেনা আঁকাবাঁকা দৌড় শুরু মেসির—যেন তরুণ মেসি! প্রথমে এক খেলোয়াড়কে এড়িয়ে গেলেন, এরপর বক্সে ঢুকে ফেরেনৎসভারোসের দুই খেলোয়াড়ের মধ্য দিয়ে বল দারুণভাবে কাটিয়ে নিয়ে যাওয়ার মুহূর্তে এক ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যান। পেনাল্টি! সেটি থেকে গোল করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি বার্সা অধিনায়ককে।
কোমানের ওই কিছু মুহূর্ত পছন্দ না-ই হওয়ার কথা। বার্সার গা এলিয়ে দেওয়ার সুযোগটা যে নিয়েছে ফেরেনৎসভারোস। ৬৮ মিনিটে বার্সা বক্সে গোলমুখে ছুটতে থাকা ফেরেনৎসভারোসের এনগুয়েনের জার্সি টেনে ধরেন পিকে। পেনাল্টি তো বটেই, নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় পিকেকে লাল কার্ডও দেখান রেফারি। যদিও লাল কার্ড নিয়ে কোমানের বিশ্লেষণ, ‘সত্যি বলতে একটু বেশিই হয়ে গেছে সাজাটা।’
গোলের পর ফেরেনৎসভারোস আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। চ্যাম্পিয়নস লিগে পাঁচ বদলির সুযোগ আছে, আগেই তিনটি বদলি করে ফেলা কোমান তখন তাই শেষ দুটি বদল আনেন। রক্ষণাত্মক বদলই—কুতিনিওর বদলে নামান সেন্টারব্যাক রোনাল্ড আরাউহোকে, আর পিয়ানিচের বদলে সের্হিও বুসকেতস। ফেরেনৎসভারোসের ফেরার আশা যদি জেগেও থাকে, শেষ দশ মিনিটে সেটি গুঁড়িয়ে দিয়েছে পেদ্রি ও দেম্বেলের গোল।
৮২ মিনিটে রাইট উইং ধরে দারুণ আঁকাবাঁকা দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দেম্বেলে বক্সে পাস বাড়ান পেদ্রিকে, ১৭ বছর বয়সী পেদ্রির সেটি থেকে গোল করতে কোনো ঝামেলাই হয়নি। সাত মিনিট পর স্কোরশিটে দেম্বেলে। এক ডিফেন্ডারকে কাটিয়ে মেসি বলটা বাড়িয়ে দেন দেম্বেলের দিকে, সেটি থেকে মৌসুমে নিজের প্রথম গোল করেন ফরাসি উইঙ্গার।