১০০০ মাসের চেয়েও উত্তম যেই রাত্রি
লাইলাতুল ক্বদর কোন দিনে, এটা আল্লাহ আমাদেরকে নিশ্চিতভাবে জানান নেই। তবে বিভিন্ন হাদীস সমূহ একত্রিত করে এতোটুকু বলা যায়ঃ লাইলাতুল ক্বদর রমযান মাসের শেষ দশ দিনের যেকোন এক বেজোড় রাত্রিতে রয়েছে। অর্থাৎ, রমযানের ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখ রাতে। এর মাঝে কোন কোন আলেম মনে করেন, এটা ২৭ তারিখের রাতে রয়েছে। কিন্তু এটার উপরে নির্ভর করা উচিত নয়।
২৭ তারিখে লাইলাতুল ক্বদর আশা করে সেইদিন ইবাদতের ব্যপারে বেশি জোর দেওয়া যেতে পারে। কিন্তু, রাসুলু্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর উপদেশ অনুযায়ী রমযানের ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখে – এই সবগুলো রাতেই লাইলাতুল ক্বদর তালাশ করতে হবে।
শুরু হতে যাচ্ছে রামাদান মাসের শেষ ১০ রাত্রি। এই রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন একটি রাত, যা হতে পারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সারা বছরের ভেতরে, রামাদান মাস হচ্ছে সবচেয়ে বরকতময়, এবং পুরো রামাদানের মধ্যে শেষ ১০ রাত হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং এই শেষ ১০ রাতের মধ্যে লাইলাতুল ক্বাদর (বা শবে কদর) হচ্ছে সবচেয়ে মহিমান্বিত। ১০০০ মাসের চেয়েও উত্তম এই রাতকে আমরা কীভাবে পেতে পারি, এবং কী কী আমল করতে পারি দেখে নিন এই পর্বে।